১২৯৬ সালের এই দিনে জালালুদ্দিন খিলজিকে হত্যা করে আলাউদ্দিন খিলজি দিল্লির সিংহাসন অধিকার করেন।
১৩৭৪ সালের এই দিনে ইতালীয় কবি ও মনীষী পেত্রার্ক মৃত্যুবরণ করেন।
১৮৬৩ সালের এই দিনে কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় জন্মগ্রহণ করেন।
১৮৭০ সালের এই দিনে প্রুশিয়ার বিরুদ্ধে ফ্রান্স যুদ্ধ ঘোষণা করেন।
১৮৯৩ সালের এই দিনে রাশিয়ার প্রখ্যাত কবি ও নাট্যকার ভ্লাদিমির মায়াকোভস্কি জর্জিয়ায় জন্মগ্রহণ করেন।
১৮৯৯ সালের এই দিনে কথা সাহিত্যিক বনফুল (বলাইচাঁদ মুখোপাধ্যায় )জন্মগ্রহণ করেন।
১৯০০ সালের এই দিনে রবীন্দ্র সঙ্গীত বিশেষজ্ঞ শৈলজানন্দ মজুমদার জন্মগ্রহণ করেন।
১৯২৫ সালের এই দিনে এডলফ হিটলারের মাইন ক্যাম্প গ্রন্থটি প্রকাশিত হয়।
১৯৩৩ সালের এই দিনে রাশিয়ার কবি ইয়েভগেনি ইয়েভতুশেস্ক জন্মগ্রহণ করেন।
১৯৩৬ সালের এই দিনে বাংলাদেশি, লেখক ,অনুবাদক, প্রকাশক মাসুদ রানা সিরিজের স্রষ্টা কাজী আনোয়ার হোসেন জন্মগ্রহণ করেন।
১৯৩৮ সালের এই দিনে ভারতীয় জ্যোতিপদার্থ বিজ্ঞানী জয়ন্ত নার্লিকরের জন্ম।
১৯৪৭ সালের এই দিনে মায়ানমারের স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা ও সমরনায়ক অং সান এর জীবনবসান।
১৯৪৯ সালের এই দিনে লাওস স্বাধীনতা লাভ করে
১৯৫৭ সালের এই দিনে ইতালির উপন্নাসিক ও সাংবাদিক কাৎসিও মালা পারতের মৃত্যু।
১৯৭৯ সালের এই দিনে নিকারাগুয়ার স্বৈরতন্ত্রী সমাজ সরকারের পতন ঘটে এবং বিপ্লবী সান্দিনিস্তা সরকার প্রতিষ্টিত হয়।
১৯৮৫ সালের এই দিনে জুলফিকার আলী ভুট্টোর ছেলে শাহনেওয়াজ ভুট্টো নিহত হন।
১৯৮৯ সালে এই দিনে মার্কিন সমর্থনপুষ্ট স্বৈরাচার সুমুযার বিরুদ্ধে নিকারাগুয়ার গণবিপ্লব বিজয় লাভ করে।
২০১২ সালের এই দিনে বাংলাদেশের জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ মৃত্যুবরণ করেন।
0 comments:
Post a Comment