Saturday, 30 July 2016

ইতিহাসের এইদিনে ৩১শে জুলাই

১৪৯৮ সালের এইদিনে প্রথম ইউরোপীয় হিসেবে ক্রিস্টোফার কলম্বাস পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ত্রিনিদাদ আবিষ্কার করেন।
১৬৫৮ সালের এইদিনে সম্রাট আওরঙ্গজেব আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন এবং সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন করেন।
১৭১৮ সালের এইদিনে ইংরেজ পদার্থবিদ জন ক্যান্টনের জন্ম।
১৭৩৬ সালের এইদিনে বিখ্যাত ফরাসি পদার্থবিদ চার্লস অগাস্টিন কুলান জন্মগ্রহণ করেন।
১৮০৬ সালের এইদিনে ব্রিটিশ উপনিবেশিকরা  দক্ষিণ আফ্রিকার ''কাপ'' এলাকা দখল করে নেয়।
১৮০৭ সালের এইদিনে লর্ড মিন্টো গভর্নর জেনারেল পদে অধিষ্টিত হয়।
১৮৩৫ সালের এইদিনে ফ্রান্সের ৫০ টম প্রধানমন্ত্রী হেনরি ব্রিসন জন্মগ্রহণ করেন
১৮৫৬ সালের এইদিনে নিউজিল্যান্ডের শহর ক্রাইস্টচার্চকে সিটি হিসেবে গ্রহণ করা হয়।
১৮৭৫ সালের এইদিনে মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তদশ রাষ্ট্রপতি এন্ড্রু জনসন মৃত্যুবরণ করেন।
১৮৭৫ সালের এইদিনে ফরাসি চিত্রকর জাক ভিয়র জন্ম।
১৮৮০ সালের এইদিনে হিন্দি ভাষার লেখক মুন্সি প্রেমচাঁদ জন্মগ্রহণ করেন।
১৯০৮ সালের এইদিনে স্যার ব্যাডেন পাওয়েল স্কাউট আন্দোলনের সূচনা করেন।
১৯১১ সালের এইদিনে বিখ্যাত বংশীবাদক পান্নালাল ঘোষের জন্ম।
১৯১৯ সালের এইদিনে এয়েইমারের জার্মানি প্রজাতন্ত্র ঘোষণা করেন।
১৯২৭ সালের এইদিনে নাগপুরে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে।
১৬৫৪ সালের এইদিনে ইতালির পর্বতারোহী দল প্রথম হিমালয়ের কে -২ শৃঙ্গে আরোহন করেন।
১৯৬৫ সালের এইদিনে ব্রিটিশ লেখক জে কে রাউলিং জন্মগ্রহণ করেন।

১৯৭১ সালের এইদিনে এপোলো ১৫ মহাকাশ যান চাঁদের উদ্দেশে রওনা হয়।
১৯৭৩ সালের এইদিনে দক্ষিণ ভিয়েতনাম বাংলাদেশ কে স্বীকৃতি প্রদান করেন।
১৯৭৮ সালে এইদিনে চট্রগ্রামে এলপি গ্যাস কারখানা উদ্ভোদন।
১৯৭৮ সালের এইদিনে চিনে শেক্সপিয়রের রচনাবলী থেকে নিষেধাজ্ঞা উঠে প্রত্যাহার করে।
১৯৮০ সালের এইদিনে ভারতীয় শিল্পী মোহাম্মদ রফি মৃত্যুবরণ করেন।
১৯৯২ সালের এইদিনে কমিউনিস্ট নেতা রতন সেন সন্ত্রাসীদের হাতে নিহত হয়।
১৯৯২ সালের এইদিনে জর্জিয়া জতিসংগের সদস্যপদ লাভ করে।
২০০৬ সালের এইদিনে কিউবার নেতা ফিদেল কাস্ত্রোর ছোটভাই রাহুল কাস্ত্রোর হাতে সাময়িকভাবে  ক্ষমতা হস্তান্তর করেন।

২০০৭ সালের এইদিনে বাংলাদেশ অর্ধশত বছরের পুরোনো খুলনা পিপলস জুট মিলস আনুষ্ঠানিক ভাবে বন্ধ করে দেওয়া হয়।

0 comments:

Post a Comment

Social Profiles

Twitter Facebook Google Plus LinkedIn RSS Feed Email Pinterest

Popular Posts

Categories

Powered by Blogger.

My Blog List

tt

Comments System

BTemplates.com

Blogroll

About

Copyright © ইতিহাসের এই দিনে | Powered by Blogger
Design by Lizard Themes | Blogger Theme by Lasantha - PremiumBloggerTemplates.com