Wednesday, 31 January 2018

ইতিহাসে ৩১ জানুয়ারি

৬৫৯ সালের এই দিনে খারেজীদের বিরুদ্ধে নহরওয়া যুদ্ধ সংঘটিত।
১৫৬১ সালের এই দিনে মোঘল সেনাপতি বৈরাম খাঁর ইন্তেকাল।
১৬০০ সালের এই দিনে ইংল্যান্ডের রাণী প্রথম এলিজাবেথের ফরমান বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানী প্রতিষ্ঠিত হয়।
১৬০৬ সালের এই দিনে বৃটিশ সংসদ ভবন উড়িয়ে দেয়ার মূল ষড়যন্ত্রকারী গাই ফক্স আত্মহত্যা করেছিলো।
১৭৬৯ সালের এই দিনে ফরাসি নভোচারী আন্দ্রে-জ্যাকুয়াস গার্নেরিন জন্মগ্রহণ করেছিলেন।
১৮৫৭ সালের এই দিনে রানি ভিক্টোরিয়া কানাডার রাজধানী হিসেবে অটোয়াকে পছন্দ করেন।
১৯০২ সালের এই দিনে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত সুইডিশ কূটনীতিক ও পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণের প্রবক্তা আলভা রাইমার মিরডালের জন্ম।
১৯০৪ সালের এই দিনে ফোকলোর বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ মুহম্মদ মনসুর উদ্দীনের জন্ম।
১৯০৯ সালের এই দিনে আমেরিকার বিখ্যাত ম্যানহাটন সেতু উদ্বোধন করা হয়।
১৯২১ সালের এই দিনে দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরীর জন্ম।
১৯৩৩ সালের এই দিনে ইংরেজ সাহিত্যিক জন গলসওর্থাদির মৃত্যু।
১৯৪৩ সালের এই দিনে সোভিয়েত লাল ফৌজ ১৭ মাসব্যাপী বীরত্বপূর্ণ লড়াইয়ের পর জার্মান দখল থেকে স্তালিনগ্রাদ পুনরুদ্ধার করে।
১৯৪৪ সালের এই দিনে হাঙ্গেরি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৪৫ সালের এই দিনে অনুদ্বৈপায়ন ভট্টাচার্য, বাঙালি শিক্ষাবিদ এর জন্ম।
১৯৫০ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান হাইড্রোজেন বোমা নামে একটি বোমা তৈরির কর্মসূচির কথা ঘোষণা দেন।
১৯৫২ সালের এই দিনে মওলানা ভাসানীর সভাপতিত্বে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মী পরিষদ নামে রাজনৈতিক দল গঠন।
১৯৬৮ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষক ড. সুশীল কুমার দে মৃত্যুবরণ করেন ।
১৯৬৮ সালের এই দিনে নাউরুর স্বাধীনতা লাভ।
১৯৭২ সালের এই দিনে নেপালের রাজা বীর বীরেন্দ্র বাহাদুরের মুত্যু।
মুক্তিযোদ্ধাদের অস্ত্র সমর্পণ
১৯৭২ সালের এই দিনে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কাছে মুক্তিযোদ্ধাদের অস্ত্র সমর্পণ।
১৯৭৮ সালের এই দিনে ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী প্রীতি জিন্তা জন্মগ্রহন করেন।
১৯৭৯ সালের এই দিনে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা এবং ইসলামী বিপ্লবের সফল নেতা ইমাম খোমেনী (রহ) পনের বছর পর স্বদেশভূমি ইরানে প্রত্যাবর্তন করেন।
১৯৮৩ সালের এই দিনে নাইজেরিয়ায় সামরিক অভ্যুত্থান সংঘটিত হয়
১৯৯৯ সালের এই দিনে সুন্দরবনে ‘বিশ্ব ঐতিহ্য’ ফলক উদ্বোধন করা হয়।
১৯৯৯ সালের এই দিনে রাশিয়ার প্রেসিডেন্ট পদ থেকে বোরিস ইয়েলৎসিন পদত্যাগ করেন।
২০১২ সালের এই দিনে বাংলাদেশের পুষ্টিবিশেষজ্ঞ ও শিক্ষাবিদ সিদ্দিকা কবীর মৃত্যুবরণ করেন

0 comments:

Post a Comment

Social Profiles

Twitter Facebook Google Plus LinkedIn RSS Feed Email Pinterest

Popular Posts

Categories

Powered by Blogger.

My Blog List

tt

Comments System

BTemplates.com

Blogroll

About

Copyright © ইতিহাসের এই দিনে | Powered by Blogger
Design by Lizard Themes | Blogger Theme by Lasantha - PremiumBloggerTemplates.com