Saturday, 30 July 2016

ইতিহাসের এই দিনে ৩০ জুলাই

৭৬২ সালের এই দিনে খলিফা আল মনসুর বাগদাদ শহরের প্রতিষ্ঠা করেন।
১৫০২ সালের এই দিনে কলম্বাস হন্ডুরাসের উপকূলে গুয়ানামা দ্বীপে অবতরণ করেন।
১৬০২ সালের এই দিনে মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় হল্যান্ডের রাজনৈতিক প্রভাব ও উপনিবেশিক তৎপরতা শুরু হয়।
১৬২৯ সালের এইদিনে ইতালির ন্যাপলস শহরে ভূপিকম্পে ১০ হাজার লোকের প্রাণহানি হয়।
১৬৫৬ সালের এইদিনে পলিশদের পরাজয়ের মাধ্যমে ওয়ারশ যুদ্ধের সমাপ্তি হয়।
১৭৭১ সালের এইদিনে ইংরেজ কবি টমাস গ্রে মৃত্যু বরণ করেন।
১৮৫৫ সালের এইদিনে জার্মান সিমেন্স কোম্পানির প্রতিষ্ঠাতা জর্জ ভিলহেম ফন সিমেন্স জন্মগ্রহণ করেন।
১৮৬৩ সালের এইদিনে মার্কিন মোটরগাড়ি উৎপাদক হেনরি ফোর্ড জন্মগ্রহণ করেন।
১৮৭৪ সালের এইদিনে ব্রিটিশ ফুটবলার বিলি মেরেডিথ জন্মগ্রহণ করেন।
১৮৮২ সালের এই দিনে বিপ্লবী সত্যেন বোসের জন্ম।
 ১৮৮৬ সালের এইদিনে এস মুথুলক্ষী রেড্ডির জন্ম।

১৮৯৭ সালের এইদিনে সাহিত্যিক ,শিক্ষাবিদ ও বিজ্ঞানী ড:কাজী মোতাহার হোসেনের জন্ম
১৮৯৮ সালের এইদিনে জার্মান রাষ্ট্রনায়ক অটোফন বিসমার্কের মৃত্যু।
১৯৯৮ সালের এইদিনে বিশ্ববিখ্যাত ইংরেজ ভাস্কর হেনরি মুরের জন্ম।
১৯১৪ সালের এইদিনে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়।
১৯৫৫ সালের এইদিনে বাংলাদেশের ক্লাসিত্র অভিনেত্রী ববিতা বাগেরহাটে জন্মগ্রহণ করেন।

১৯৬৯ সালের এইদিনে মার্কিন নভোখেয়া মেরিনার-৬ এর মাধ্যমে পরীক্ষামূলকভাবে মঙ্গলগ্রহ থেকে পৃথিবীতে ছবি পাঠানো হয়।
১৯৮০ সালের এইদিনে চারুশিল্পী গোপালঘোষের মৃত্যু।
১৯৮০ সালের এইদিনে পূর্ব অস্ট্রেলিয়ার দ্বীপ দেশ ভানুয়াটো স্বাধীনতা লাভ করে।

১৯৮৭ সালের এইদিনে সাহিত্যিক বিভূতিভূষণ বন্ধোপাধ্যায় মৃত্যু বরণ করেন।
২০০৭ সালের এইদিনে সুইডিশ মঞ্চ ও চলচিত্র নির্দেশক ইংমার বার্গম্যান মৃত্যুবরণ করেন।

0 comments:

Post a Comment

Social Profiles

Twitter Facebook Google Plus LinkedIn RSS Feed Email Pinterest

Popular Posts

Categories

Powered by Blogger.

My Blog List

tt

Comments System

BTemplates.com

Blogroll

About

Copyright © ইতিহাসের এই দিনে | Powered by Blogger
Design by Lizard Themes | Blogger Theme by Lasantha - PremiumBloggerTemplates.com