Sunday, 4 February 2018

ইতিহাসে আজকের দিনে ৫ই ফেব্রুয়ারি

বিশেষ দিবস:

কোন বিশেষ দিবস নেই।

ঘটনাবলী:

১৬৪৯ সালের এই দিনে প্রিন্স অব ওয়েলস দ্বিতীয় চার্লস রাজা হন।
১৬৭৯ সালের এই দিনে জার্মানির সম্রাট প্রথম লিওপড ফ্রান্সের সঙ্গে শান্তিচুক্তি করেন।
১৭৮২ সালের এই দিনে ব্রিটিশদের কাছ থেকে স্পেন মিনার্কো অধিকার করে।
১৭৮৩ সালের এই দিনে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ভূমিকম্পে ৩০০০০ লোক মৃত্যুবরণ করে।
১৭৯২ সালের এই দিনে টিপু সুলতান ব্রিটিশ ও হায়দারাবাদের নিজামের কাছে পরাজিত হয়ে মহিশুরের অর্ধেক এলাকা ব্রিটিশদের হাতে ছেড়ে দেন।
১৮১৭ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম গ্যাস কম্পানি গঠিত হয়।
১৮১৮ সালের এই দিনে চতুর্দশ চার্লসকে সুইডেনের রাজা ঘোষণা করা হয়।
১৮৩১ সালে এই দিনে প্রসন্নকুমার ঠাকুরের সম্পাদনায় সাপ্তাহিক পত্রিকা দ্য রিফর্মার প্রথম প্রকাশিত হয়।
১৮৭২ সালের এই দিনে ভারত সংস্কারক সভা কর্তৃক ‘ভারত আশ্রম’ প্রতিষ্ঠিত হয়।
১৮৮৯ সালের এই দিনে গৌরহরি সেনের উদ্যোগে কলকাতার বিডন স্ট্রিটে ঐতিহাসিক চৈতন্য লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়।
১৯০০ সালে এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে পানামা খাল নিয়ে চুক্তি হয়।
১৯২৩  সালের এই দিনে অস্ট্রেলীয় ক্রিকেটার বিল পন্সফোর্ড প্রথম-শ্রেণীর ক্রিকেটে ৪২৯ রান করে বিশ্বরেকর্ড গড়েন।
১৯৩৪ সালের এই দিনে ইতালিতে একীভূত রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়।
১৯৩৭ সালের এই দিনে চার্লি চ্যাপলিন অভিনীত প্রথম সবাক চলচ্চিত্র মডার্ন টাইমস মুক্তি পায়।
১৯৫৮ সালের এই দিনে নতুন সংযুক্ত আরব প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে জামাল আবদেল নাসের মনোনীত হন।
১৯৬৬ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৬ দফা দাবি উত্থাপন করেন।
১৯৭৪ সালের এই দিনে জাতীয় সংসদে বিরোধী ও স্বতন্ত্র সদস্যদের ওয়াক আউটের মুখে একতরফাভাবে বিশেষ ক্ষমতা আইনের বিল পাস করা হয়।
২০১৩ সালে এই দিনে যুদ্ধাপরাধীর ফাঁসির দাবীতে গণজাগরণ মঞ্চের সৃষ্টি হয়।
গণজাগরণ মঞ্চের সৃষ্টি হয়

জন্ম:

১৭৯৯ সালের এই দিনে ইংরেজ উদ্ভিদবিজ্ঞানী জন লিন্ডল জন্ম গ্রহণ করেন।
১৮৪০ সালের এই দিনে টায়ারের উদ্ভাবক জন ব্যুও ডানলপ জন্ম গ্রহণ করেন।
১৮৬৬ সালের এই দিনে স্কটিশ নৃতাত্ত্বিক স্যার আর্থার কিথ জন্ম গ্রহণ করেন।
১৮৯৪ সালের এই দিনে বাংলার নারী আন্দোলনের অগ্রগণ্য কর্মী আশালতা সেন জন্ম গ্রহণ করেন।
১৯১৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালান লয়েড হজকিং, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী।
১৯১৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট হফষ্টাটার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ।
১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভিড সেলব্য, তিনি আমেরিকান অভিনেতা।
১৯৪৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শার্নত রামপলইনং, তিনি একজন ইংরেজি অভিনেত্রী।
১৯৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অভিষেক বচ্চন, তিনি ভারতীয় চিত্রনায়ক।
১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্লোস তেভেজ্‌, তিনি আর্জেন্টিনার ফুটবলার।
১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, তিনি পর্তুগীজ ফুটবলার।

মৃত্যু:

১৬০৮ সালের এই দিনে জার্মান গণিতবিদ গ্যাসপার স্কট মৃত্যুবরণ করেন।
১৮৫৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেনতর্কবাগীশ গৌরীশঙ্কর ভট্টাচার্য, তিনি ছিলেন বাঙালি কবি, লেখক, সাংবাদিক, সমাজ সংস্কারক এবং ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’র অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি।
১৮৮১ সালের এই দিনে বিখ্যাত স্কটিশ ঐতিহাসিক, সাহিত্য সমালোচক ও কলামিস্ট থমাস কার্লাইল ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
১৮৮৮ সালের এই দিনে ওলন্দাজ চিত্রশিল্পী আন্তন মাউভ মৃত্যুবরণ করেন।
১৯২১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায় (স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী), তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বাঙালি বিপ্লবী ও বরিশাল যুগান্তর দলের প্রতিষ্ঠাতা।
১৯৩২ সালের এই দিনে রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক মাওলানা মোহাম্মদ আলী মৃত্যুবরণ করেন।
১৯৫৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন করুণানিধান বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন ভারতীয় বাঙালি কবি।
১৯৭৯ সালে এই দিনে মৃত্যুবরণ এডি পেন্টার, তিনি ছিলেন বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।
১৯৯৮ সালে এই দিনে মৃত্যুবরণ অর্ধেন্দু সেন, তিনি ছিলেন ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক।
১৯৯৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওয়াসসিলয় ও লেওনটিফ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান অর্থনীতিবিদ।
২০১১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ব্রায়ান জাককুস, তিনি ছিলেন ইংরেজ লেখক।
২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মিরকা রেকলা, তিনি ছিলেন ফিনিশ কবি।

0 comments:

Post a Comment

Social Profiles

Twitter Facebook Google Plus LinkedIn RSS Feed Email Pinterest

Popular Posts

Categories

Blog Archive

Powered by Blogger.

My Blog List

tt

Comments System

BTemplates.com

Blogroll

About

Copyright © ইতিহাসের এই দিনে | Powered by Blogger
Design by Lizard Themes | Blogger Theme by Lasantha - PremiumBloggerTemplates.com