Sunday, 31 July 2016

ইতিহাসের এইদিনে ১লা আগস্ট


১৪৯৮ সালের এইদিনে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকার মূল ভূ-খন্ডে পদার্পন করেন।
১৬৪৮ সালের এইদিনে সুইজারল্যান্ড স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পায় এবং এই দিনটিকে তারা জাতীয় দিবস হিসেবে পালন করে।
১৬৭২ সালের এইদিনে ব্রিটিশ বিচার ব্যবস্থা চালু হয়।
১৬৯৮ সালের এইদিনে ইংরেজ কুঠিয়াল জব চার্নক কলকাতা নগর পত্তন করেন।
১৭৭৩ সালের এইদিনে ব্রিটিশ পার্লামেন্ট উপমহাদেশে শাসন সংস্কারের উদ্দেশে 'রেগুলেটিং অ্যাক্ট' আইন বিধিবদ্ধ করে।
১৭৭৪ সালের এইদিনে ইষ্ট ইন্ডিয়া কোম্পানি অধিকৃত ভারতবর্ষের রাজধানি হয় কলকাতা ।

১৭৭৪ সালের এইদিনে স্যার যোসেফ প্রিস্টলির অক্সিজেন আবিস্কার ।
১৮৩৪ সালের এইদিনে ব্রিটিশ উপনিবেশিক এলাকা গুলোতে দাসপ্রথা বাতিল করা হয়।
১৮৪৬ সালের এইদিনে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের মৃত্যু।
১৮৬১ সালের এইদিনে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের অর্থানুকূল্যে ও মনোমহোন ঘোষের সম্পাদনায় পাক্ষিক ইন্ডিয়ান মিরর প্রকাশিত হয়।
১৮৮১ সালের এইদিনে বাঙালি শিল্প সমালোচক এবং অধ্যাপক অর্ধেন্দুকুমার গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেন।
১৮৮৫ সালের এইদিনে নোবেলজয়ী হাঙ্গেরীয় রসায়নবিদ জর্জ দ্য হেবেশির জন্ম।
১৮৯৪ সালের এইদিনে প্রথম চীন জাপান যুদ্ধ শুরু হয় কোরিয়াকে নিয়ে।
১৮৯৫ সালের এইদিনে বাংলায় বিজ্ঞানচর্চার পথিকৃৎ স্বভাববিজ্ঞানী গোপালচন্দ্র ভট্ট্রাচার্যের জন্ম।
১৯১৪ সালের এইদিনে জার্মানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়।
১৯১৯ সালের এইদিনে পাঞ্জাবি কথাশিল্পী অম্রিত প্রীতমের জন্ম।
১৯৩২ সালের এইদিনে ভারতের বিখ্যাত অভিনেত্রী মিনা কুমারী জন্ম গ্রহণ করেন।
 ১৯৩৮ সালের এইদিনে বীর উত্তম খেতাব প্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা ,সেক্টর কমান্ডার নাজমুল হক জন্মগ্রহণ করেন।
১৯৪২ সালের এইদিনে বাংলাদেশের প্রখ্যাত ছাত্রনেতা,মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক জন্মগ্রহণ করেন।
১৯৫৫ সালের এইদিনে ভারতের ক্রিকেটার অরুনলাল জন্মগ্রহণ করেন।
১৯৬০ সালের এইদিনে আফ্রিকার দেশ বেনিন ফরাসি উপনিবেশিক থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।
১৯৬৪ সালের এইদিনে বেলজিয়ান কঙ্গোর নাম পরিবর্তন হয়ে রিপাবলিক অব কঙ্গো হয়।
১৯৭১ সালের এইদিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষে নিউইয়র্কে জর্জ হ্যারিসন, রবিশংকর ও আকবর আলী খাঁর ''দ্যা কনসার্ট ফর বাংলাদেশ '' অনুষ্ঠিত হয়।
১৯৭৫ সালের এইদিনে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে সাবেক সোভিয়েত ইউনিয়ন,যুক্তরাষ্ট্র ,কানাডা এবং আলবেনিয়া ছাড়া  অন্য ইউরোপীয় দেশের শীর্ষ নেতাদের সম্মেলন শুরু হয়।
১৯৭৭ সালের এইদিনে কৌতকাভিনেতা জহর রায়ের মৃত্যু।
১৯৮২ সালের এইদিনে সাহিত্যিক জ্যোতিরিন্দ্র  নন্দীর মৃত্যু।
১৯৮৭ সালের এইদিনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী মৃত্যু বরণ করেন।
১৯৯৯ সালের এইদিনে তৎকালীন ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার খ্যাতনামা বাঙালি লেখক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নীরদচন্দ্র চৌধুরী মৃত্যুবরণ করেন।
২০০৫ সালের এইদিনে সৌদি আরবের বাদশাহ ফাহাদ প্রলোকগমন করেন।

0 comments:

Post a Comment

Social Profiles

Twitter Facebook Google Plus LinkedIn RSS Feed Email Pinterest

Popular Posts

Categories

Powered by Blogger.

My Blog List

tt

Comments System

BTemplates.com

Blogroll

About

Copyright © ইতিহাসের এই দিনে | Powered by Blogger
Design by Lizard Themes | Blogger Theme by Lasantha - PremiumBloggerTemplates.com