Friday, 16 February 2018

ইতিহাসের এই দিনে – ১৬ই ফেব্রুয়ারি

বিশেষ দিবস
কোন বিশেষ দিবস নেই।
ঘটনাবলী

  • ১৭০৪ সালের এই দিনে অবিভক্ত বাংলায় পুলিশী ব্যবস্থার প্রচলন হয়।
  • ১৮০৮ সালের এই দিনে ফরাসিরা স্পেন দখল করে।
  • ১৮৭৩ সালের এই দিনে স্পেনকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।
  • ১৯৩০ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের নামকরা কোম্পনী ডু পন্টের গবেষণাগারে প্রথম নাইলন তৈরি করা হয়।
    গবেষণাগারে প্রথম নাইলন তৈরি করা হয়।
  • ১৯৩৬ সালের এই দিনে পপুলার ফ্রন্টের বিজয়ের মাধ্যমে স্পেনে বামপন্থী রিপাবলিকান সরকার প্রতিষ্ঠা লাভ করে।
  • ১৯৪৬ সালের এই দিনে সাবেক সোভিয়েত ইউনিয়ন প্রথম জাতিসংঘে ভেটো ক্ষমতা প্রয়োগ করে।
  • ১৯৫৯ সালের এই দিনে কিউবার বিপ্লবী নেতা ফিডেল কাস্ট্রো কিউবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
  • ১৯৭২ সালের এই দিনে বাংলাদেশকে সিঙ্গাপুর স্বীকৃতি দান করে।
  • ১৯৭৪ সালের এই দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বলেন, বাংলাদেশ যদি ১৯৫ জন পাকিস্তানী যুদ্ধাপরাধীর বিচার কার্য স্থগিত করে তবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া হবে।
  • ১৯৮৬ সালের এই দিনে পর্তুগালের প্রথম অসামরিক রাষ্ট্রপতি নির্বাচিত হন ড. মারিও সোরেস।

জন্ম

  • ১৪৯৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফিলিপ মেলাঞ্চথন, তিনি ছিলেন জার্মান ধর্মতত্ত্ববিদ ও সমাজ সংস্কারক।
  • ১৮১২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেনরি উইলসন, তিনি ছিলেন আমেরিকান কর্নেল ও রাজনীতিবিদ।
  • ১৮৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্নেস্ট হায়েকেল, তিনি ছিলেন জার্মান জীববিজ্ঞানী ও দার্শনিক।
  • ১৮৩৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেনরি অ্যাডাম্‌স, তিনি ছিলেন একজন মার্কিন ইতিহাসবিদ, সাংবাদিক ও ঔপন্যাসিক।
  • ১৮৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অক্টেভ মিরব, তিনি ছিলেন ফরাসি সাংবাদিক, লেখক ও নাট্যকার।
  • ১৯২৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শহীদুল্লাহ কায়সার, তিনি ছিলেন বাঙালি লেখক ও বুদ্ধিজীবি।
  • ১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাজিয়া খান, তিনি ছিলেন বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক।
  • ১৯৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নীলুফার ইয়াসমীন, তিনি ছিলেন বাংলাদেশী কণ্ঠশিল্পী।
  • ১৯৫৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন ম্যকইয়েরয়, তিনি জার্মান বংশোদ্ভূত আমেরিকান টেনিস খেলোয়াড়।
  • ১৯৬৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বেবেতো, তিনি ব্রাজিলিয়ান সাবেক ফুটবলার ও ম্যানেজার।
  • ১৯৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্যাথেরিন অ্যাস্ট্রিড স্যালোম ক্যাথি ফ্রিম্যান, তিনি অস্ট্রেলিয়ান স্প্রিন্টার।
  • ১৯৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেনিলসন পেরেইরা নেভেস, তিনি ব্রাজিলীয় ফুটবল খেলোয়াড়।

মৃত্যু

  • ১৩৯১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন পঞ্চম পালাইওলগস, তিনি ছিলেন বাইজান্টাইন সম্রাট।
  • ১৮৩৪ সালের এই দিনে লাইফবোট-এর উদ্ভাবক লিওনেল লুকিন মৃত্যুবরণ করেন।
  • ১৮৯৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফেলিক্স ফাউরে, তিনি ছিলেন ফরাসি বণিক ও রাজনীতিবিদ ও ৭ম প্রেসিডেন্ট।
  • ১৯০৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জিওসুয়ে কার্দুচ্চি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী একজন ইতালীয় কবি ও শিক্ষক।
  • ১৯৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফেরডিনান্ড বুইসন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি অধ্যাপক ও রাজনীতিবিদ।
  • ১৯৫৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মেঘনাদ সাহা, তিনি ছিলেন বাঙালি পদার্থবিদ।
  • ১৯৮১ সালের এই দিনে সাহিত্যিক খান মুহম্মদ মইনুদ্দীন ইন্তেকাল করেন।
  • ১৯৮২ সালের এই দিনে শিক্ষাবিদ, গবেবষক ড. মুহম্মদ এনামুল হক ইন্তেকাল করেন।
  • ১৯৮৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মুহাম্মদ আতাউল গণি ওসমানী, তিনি ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর সর্বাধিনায়ক।
  • ১৯৮৯ সালের এই দিনে নাট্যকার নূরুল মোমেন ইন্তেকাল করেন।
  • ১৯৯২ সালের এই দিনে দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় লেবাননের হিজবুল্লার মহা সচিব সাইয়্যেদ আব্বাস মুসাভি শহীদ হন।
  • ২০০০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লীলা কেডরভা, তিনি ছিলেন রাশিয়ান বংশোদ্ভূত ফরাসি অভিনেত্রী ও গায়ক।
  • ২০০২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওয়াল্টার ওয়িন্টেরবটোটম, ইংল্যান্ড ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
  • ২০১১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লিন লেসসের, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
  • ২০১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লেসলি গোর, তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার ও অভিনেত্রী।

0 comments:

Post a Comment

Social Profiles

Twitter Facebook Google Plus LinkedIn RSS Feed Email Pinterest

Popular Posts

Categories

Blog Archive

Powered by Blogger.

My Blog List

tt

Comments System

BTemplates.com

Blogroll

About

Copyright © ইতিহাসের এই দিনে | Powered by Blogger
Design by Lizard Themes | Blogger Theme by Lasantha - PremiumBloggerTemplates.com