Wednesday, 7 February 2018

ইতিহাসে আজকের দিনে ৭ই ফেব্রুয়ারি

বিশেষ দিবস

কোন বিশেষ দিবস নেই।

ঘটনাবলী

১৩৫৭ সালের এই দিনে  ইরানের জনগণ ও সেনাবাহিনীর মধ্যে সংহতি সৃষ্টি হয় ।
১৭৯২ সালের এই দিনে অস্ট্রিয়া ও প্রুশিয়া ফ্রান্সের বিরুদ্ধে আঁতাত করে।
১৮৫৬ সালের এই দিনে অযোধ্যার নবাব ওয়াজিদ আলী ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আত্মসমর্পণ করেন।
১৮৬৫ সালের এই দিনে ইংরেজি ‘পলমল গ্যাজেট’ প্রথম প্রকাশিত হয়।
১৯৭৪ সালের এই দিনে মধ্য আমেরিকায় অবস্থিত ছোট্ট দেশ গ্রানাডা স্বাধীনতা লাভ করে ।
১৯৯১ সালের এই দিনে পরিত্যক্ত সোভিয়েত মহাকাশকেন্দ্র স্যালিউট-৭ ভূবায়ুম-লে প্রবেশ করার পর আগুন বৃষ্টির মতো আর্জেন্টিনার আন্দিজ পর্বত এলাকায় ভেঙে পড়ে।
১৯৯২ সালের এই দিনে অভিন্ন ইউরোপ গঠনের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়।
অভিন্ন ইউরোপ গঠনের জন্য চুক্তি 

জন্ম

১৭০০ সালের এই দিনে ফরাসি ভৌগোলিক ও মানচিত্রকার ফিলিপ বুয়েশ জন্ম।
১৮১২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চার্লস ডিকেন্স, তিনি ছিলেন ইংরেজ ঔপন্যাসিক।
১৮৩৭ সালের এই দিনে ‘অক্সফোর্ড নিউ ইংলিশ ডিকশনারি’র সম্পাদক জেমস হেনরি মারি জন্মগ্রহণ করেন।
১৮৭০ সালের এই দিনে অস্ট্রীয় মনস্তত্তবিদ আলফ্রেড এ্যাডলার জন্মগ্রহণ করেন।
১৮৭১ সালের এই দিনে আমাশা রোগের জীবাণু আবিস্কারক জাপানি জীবণুবিদ শিগা কিয়োশি জন্মগ্রহণ করেন।
১৮৮৫সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সিনক্লেয়ার লুইস, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ঔপন্যাসিক, ছোটগল্প লেখক ও নাট্যকার।
১৯০৪ সালের এই দিনে চিত্রশিল্পী বিনোদবিহারী মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন।
১৯৫৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যাট রিডলি, তিনি একজন বিজ্ঞান লেখক।
১৯৭৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যাশ্‌টন কুচার, তিনি একজন মার্কিন অভিনেতা।

মৃত্যু

১৮৯৪ সালের এই দিনে বিখ্যাত সুর স্রষ্টা এবং সেক্সাফোনের আবিষ্কারক এডলফ সক্স ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
১৯১১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন হ্যারি গ্রাহাম, তিনি ছিলেন মেলবোর্নে জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯৭৯ সালের এই দিনে সাহিত্যিক কমলকুমার মজুমদার মৃত্যুবরণ করেন।
১৯৮২ সালের এই দিনে বিপ্লবী কমিউনিস্ট নেতা ও মার্কসবাদী লেখক অনিল মুখার্জি মৃত্যুবরণ করেন।
১৯৮২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন অনিল মুখার্জি, তিনি ছিলেন বাংলাদেশী লেখক ও রাজনীতিবিদ।
১৯৯৯ সালের এই দিনে জর্দানের সাবেক বাদশাহ হোসেন বিন তালাল পরলোকগমন করেন ।
২০০১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জেরল্ড ক্যাট্‌জ, তিনি ছিলেন মার্কিন ভাষাবিজ্ঞানী ও দার্শনিক।
২০১৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রিচার্ড অস্টিন, তিনি ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার।

0 comments:

Post a Comment

Social Profiles

Twitter Facebook Google Plus LinkedIn RSS Feed Email Pinterest

Popular Posts

Categories

Blog Archive

Powered by Blogger.

My Blog List

tt

Comments System

BTemplates.com

Blogroll

About

Copyright © ইতিহাসের এই দিনে | Powered by Blogger
Design by Lizard Themes | Blogger Theme by Lasantha - PremiumBloggerTemplates.com