Tuesday, 9 August 2016

ইতিহাসের এই দিনে ১০ ই আগস্ট

১৬৭৫ সালের এই দিনে রয়াল গ্রিনউইচ অবজারভেটরি স্থাপিত হয়।
১৭৪০ সালের এই দিনে ইংরেজ সঙ্গীত স্রষ্টা স্যামুয়েল আর্নল্ডের জন্ম।
১৮২১ সালের এই দিনে মিসৌরি আমেরিকার ২৪তম রাজ্যে পরিণত হয়।
১৮৬০ সালের এই দিনে ভারতের প্রখ্যাত সংগীতজ্ঞ বিষ্ণু নারায়ণ ভাতখন্ডে জন্মগ্রহণ করেন।
১৮৭৪ সালের এই দিনে আমেরিকার ৩১তম প্রেসিডেন্ট হারবার্ট হুবার জন্মগ্রহণ করেন।
১৯০২ সালের এই দিনে নোবেল জয়ী (১৯৪৮) সুইডিশ রসায়নবিদ আর্নে তিসেলিউসের জন্ম।
১৯১১ সালের এই দিনে ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা সর্বপ্রথম বেতন গ্রহণের পক্ষে ভোট দেন।
১৯১৩ সালের এই দিনে বলকান যুদ্ধ অবসানে বুখারেস্ট চুক্তি সম্পন্ন হয় ।
১৯১৩ সালের এই দিনে পদার্থবিদ্যায় নোবেলজয়ী [১৯৮৯] জার্মান বিজ্ঞানী ভোলফ্গাঙ্গ পলের জন্ম।
১৯১৪ সালের এই দিনে অস্ট্রিয়া-হাঙ্গেরির বিরুদ্ধে ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে।
১৯১৭ সালের এই দিনে ব্রাজিলীয় কথাসাহিত্যিক হোর্হে অ্যামাদোর জন্ম।
১৯২০ সালের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত ওসমানিয় সাম্রাজ্যের সাথে মিত্র পক্ষের একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় ।
শিল্পী এসএম সুলতান

১৯২৩ সালের এই দিনে শিল্পী এসএম সুলতানের জন্ম।
১৯৩৭ সালের এই দিনে চীনের গুরুত্বপূর্ণ থংজং হ্রদ ও কানতুং প্রদেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য জাপান হামলা চালায় এবং দুই বছর ঐ দেশ দু’টির মধ্যে যুদ্ধ চলে ।
১৯৪৫ সালের এই দিনে দ্বিতীয় মহাযুদ্ধের অন্তিম লগ্নে জাপান নিঃশর্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
১৯৮০ সালের এই দিনে পাকিস্তানের রাষ্ট্রপতি ও সামরিক শাসক ইয়াহিয়া খান মৃত্যুবরণ করেন।
২০০৭ সালের এই দিনে বাংলাদেশের আকাশ থেকে বিশাল আকৃতির একটি বরফ খণ্ড পড়ে রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজারের পাশের একটি বাড়ির ক্ষয়ক্ষতি হয় ।

0 comments:

Post a Comment

Social Profiles

Twitter Facebook Google Plus LinkedIn RSS Feed Email Pinterest

Popular Posts

Categories

Powered by Blogger.

My Blog List

tt

Comments System

BTemplates.com

Blogroll

About

Copyright © ইতিহাসের এই দিনে | Powered by Blogger
Design by Lizard Themes | Blogger Theme by Lasantha - PremiumBloggerTemplates.com