Friday, 12 August 2016

ইতিহাসের এই দিনে -১৩ই আগস্ট

১৫৯৮ সালের এই দিনে ফরাসী সম্রাট চতুর্থ হেনরি এক ঐতিহাসিক নির্দেশ জারি করেন ৷
১৬৪৫ সালের এই দিনে সুইডেন ও ডেনমার্ক শান্তিচুক্তি করে ।
১৭৪০ সালের এই দিনে রটারড্যামে অনশন ধর্মঘট শুরু হয় ।
১৭৮৪ সালের এই দিনে ইংল্যান্ডের পার্লামেন্টে ভারত আইন গৃহীত হয় ।
১৭৮৪ সালের এই দিনে ভারতে প্রশাসনিক সংস্কার প্রস্তাব সম্বলিত ইস্ট ইন্ডিয়া বিল ব্রিটিশ পার্লামেন্টে পাস।
১৭৯২ সালের এই দিনে ফ্রান্সের বিপ্লবীরা রাজপরিবারের লোকদের বন্দি করে ।

১৮৪৮ সালের এই দিনে সাহিত্যিক ও ঐতিহাসিক রমেশ চন্দ্র দত্তের জন্ম।
১৮৬৭ সালের এই দিনে শব্দকোষপ্রণেতা উইলিয়াম আলেকজান্ডার ক্রেইগির জন্ম।
১৮৬৮ সালের এই দিন থেকে ১৫ আগস্ট পর্যন্ত বেশ কয়েকটি ভূমিকম্পে পেরু ও ইকুয়েডরে ৪০ হাজার লোক নিহত হয়।

১৮৮৮ সালের এই দিনে টেলিভিশনের আবিষ্কারক জন লগি বেয়ার্ড জন্মগ্রহণ করেন।
১৮৮৯ সালের এই দিনে উইলিয়াম গ্রে কয়েন টেলিফোন প্যাটেন্ট করেন ।
১৮৯৯ সালের এই দিনে এ্যাংলো মার্কিন চলচ্চিত্র পরিচালক আলফ্রেড হিচককের জন্ম।
১৯০২ সালের এই দিনে জার্মান প্রকৌশলী ফেলিক্স ওয়াঙ্কেলের জন্ম।
১৯১০ সালের এই দিনে সেবিকা প্রশিক্ষণ ব্যবস্থার প্রতিষ্ঠাতা ফোরেন্স নাইটিঙ্গেলের মৃত্যু।
১৯১২ সালের এই দিনে নোবেলজয়ী [১৯৬৯] ইতালীয় মার্কিন জীববিজ্ঞানী সালভাদর লুরিয়ার জন্ম।
১৯১৩ সালের এই দিনে জার্মান সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের বিশিষ্ট নেতা আগস্ট বেবেলের মৃত্যু।

১৯২৩ সালের এই দিনে মোস্তাফা কামার পাশা তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯২৬ সালের এই দিনে কিউবার বিপ্লবী রাষ্ট্রপ্রধান ফিদেল ক্যাস্ত্রোর জন্ম।
১৯৪৬ সালের এই দিনে ইংরেজ সাহিত্যিক এইচ জি ওয়েলসের মৃত্যু।
১৯৬০ সালের এই দিনে মধ্য আফ্রিকা ফরাসী উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে৷

১৯৬১ সালের এই দিনে পূর্ব জার্মানি মধ্যরাতে বার্লিন প্রাচীর নির্মাণ শুরু করে।
১৯৬৪ সালের এই দিনে ব্রিটেনে সর্বশেষ ফাঁসির মাধ্যমে মৃত্যুদন্ড কার্যকর করা হয়।
১৯৭২ সালের এই দিনে দক্ষিণ ভিয়েতনাম থেকে সর্বশেষ মার্কিন সৈন্যদের প্রত্যাহার।
১৯৭৭ সালের এই দিনে নাট্যসম্রাজ্ঞী মলিনা দেবীর মৃত্যু।
২০০০ সালের এই দিনে পাকিস্তানি পপসংগীত শিল্পী নাজিয়া হাসানের মৃত্যু।

0 comments:

Post a Comment

Social Profiles

Twitter Facebook Google Plus LinkedIn RSS Feed Email Pinterest

Popular Posts

Categories

Powered by Blogger.

My Blog List

tt

Comments System

BTemplates.com

Blogroll

About

Copyright © ইতিহাসের এই দিনে | Powered by Blogger
Design by Lizard Themes | Blogger Theme by Lasantha - PremiumBloggerTemplates.com