Wednesday, 10 August 2016

ইতিহাসের এইদিনে ১১ আগস্ট

৬৮৩ সালের এই দিনে মুসলমানরা সমরখন্দ বিজয় লাভ করে ।
১৭৩৭ সালের এই দিনে ইংরেজ ভাস্কর জোসেফ নোলেকেনসের জন্ম।
১৭৮০ সালের এই দিনে বার্বাডোজে হারিকেন শুরু হয়।
১৮১০ সালের এই দিনে আজোরে ভয়াবহ ভূমিকম্পে সাও মিগুয়েল গ্রাম তলিয়ে যায়।
১৮৫৮ সালের এই দিনে নোবেলজয়ী [১৯২৯] ওলন্দাজ চিকিৎসক ক্রিস্টিয়ান আইকমানের জন্ম।
১৮৮৮ সালের এই দিনে বন্ধ হয়ে যায় ক্যালিফোর্নিয়া থিয়েটার।
বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি

১৯০৮ সালের এই দিনে দেশপ্রেমিক ও বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি কার্যকর হয়।
১৯০৮ সালের এই দিনে রবীন্দ্র বিশারদ পুলিন বিহারী সেন জন্মগ্রহণ করেন।
১৯০৯ সালের এই দিনে রেডিওর বিপদবার্তা বা এস ও এসের ব্যবহার শুরু হয় ।
১৯১১ সালের এই দিনে সাংবাদিক প্রেম ভাটিয়ার জন্ম।
১৯১৪ সালের এই দিনে জন রে অ্যানিমেশন পেটেন্ট করেন।
১৯২২ সালের এই দিনে বাংলাদেশের জাতীয় কবি ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ধুমকেতু পত্রিকা প্রকাশিত হয় ।
১৯২৯ সালের এই দিনে ইরাক ও পারস্য শান্তিচুক্তি করে।
১৯২৯ সালের এই দিনে খ্যাতনামা সঙ্গীতশিল্পী ও সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন।
১৯২৯ সালের এই দিনে রাশিয়া ও চীনের সীমান্তে যুদ্ধ শুরু হয়।
১৯৩৭ সালের এই দিনে বাংলাদেশের প্রখ্যাত ব্যরিস্টার, শিক্ষক, মানবাধিকারকমী সালমা সোবহান এর জন্ম।
১৯৫২ সালের এই দিনে মানসিক অসুস্থতার জন্য জর্দানের বাদশাহ তালাল সিংহাসনচ্যুত হন।
১৯৫৫ সালের এই দিনে বাঙালি সাহিত্যিক অমলেন্দু দাশগুপ্ত এর মৃত্যু।
১৯৭০ সালের এই দিনে ইতালীয় ফুটবলার জিয়ানলুকা পেসোত্তো এর জন্ম।
১৯৭২ সালের এই দিনে নোবেজয়ী [১৯৫১] আফ্রিকান-মার্কিন অণুজীব বিজ্ঞানী ম্যাক্স থিলাবের মৃত্যু।
১৮৮৪ সালের এই দিনে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার ম্যাকডোনেল।
১৯৮৬ সালের এই দিনে এশিয়ার জনসংখ্যা ৩০০ কোটি পূর্ণ হয়।
১৯৯৫ সালের এই দিনে মার্কিন গণিতবিদ এবং যুক্তিবিদ আলোন্‌জো চার্চ এর মৃত্যু।
সাহিত্যিক হুমায়ুন আজাদ

২০০৪ সালের এই দিনে প্রথাবিরোধী সাহিত্যিক হুমায়ুন আজাদের মৃত্যু।
২০০৪ সালের এই দিনে পাকিস্তান পরমাণু বিস্তার রোধ না করলে দেশটির ওপর মার্কিন কংগ্রেসের নিষেধাজ্ঞা প্রস্তাব গ্রহণের আহবান করা হয় ।
২০১২ সালের এই দিনে বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাফাত জামিল বীর বিক্রম এর মৃত্যু।

0 comments:

Post a Comment

Social Profiles

Twitter Facebook Google Plus LinkedIn RSS Feed Email Pinterest

Popular Posts

Categories

Powered by Blogger.

My Blog List

tt

Comments System

BTemplates.com

Blogroll

About

Copyright © ইতিহাসের এই দিনে | Powered by Blogger
Design by Lizard Themes | Blogger Theme by Lasantha - PremiumBloggerTemplates.com