Tuesday, 20 December 2016

ইতিহাসে ২১ ডিসেম্বর

১১৬৩ সালের এই দিনে হল্যান্ডের কয়েকটি গ্রামে হারিকেন আঘাত হানে ।
১৩৭৫ সালের এই দিনে কবি ও কথাশিল্পী জিওভান্নি বোক্কাচিওর মৃত্যু।
১৭৬২ সালের এই দিনে জেমস কুক এলিজাবেথ বাটসকে বিয়ে করেন।
১৭৮৮ সালের এই দিনে হু তে সং ভিয়েতনামের রাজা হন।
১৮০৫ সালের এই দিনে ব্রিটিশ রসায়নবিদ টমাস গ্রাহামের জন্ম।
১৮০৭ সালের এই দিনে ইংরেজ মানবতাবাদী জন নিউটনের মৃত্যু।
১৮২৬ সালের এই দিনে রাজা রনজিত সিংয়ের বিরুদ্ধে সৈয়দ আহমদ বেলভীর যুদ্ধ ঘোষণা।
১৮৪৯ সালের এই দিনে প্রথম মার্কিন স্কেটিং ক্লাব গঠিত হয়।
১৮৫৪ সালের এই দিনে মরমী কবি হাছন রাজার জন্ম।
১৮৬২ সালের এই দিনে ইরান ও রাশিয়ার মধ্যে দ্বিতীয় দফা যুদ্ধ শুরু হয়।
১৮৬২ সালের এই দিনে সাইয়েদ আহমদ ব্রেলভী জিহাদ ঘোষণা করেন এবং এক যুদ্ধে শিখরা পরাজিত হয়।
১৮৭৯ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়নের পার্টি ও রাষ্ট্রের নেতা , আন্তর্জাতিক সাম্যবাদী আন্দোলনের মহা-নায়ক ইউসুফ ভিসালিওনোভিচ স্টালিন রাশিয়ার জর্জিয়ার গোলি শহরের একটি জুতোর মিস্ত্রী পরিবারে জন্মগ্রহন করেন।
১৮৯৮ সালের এই দিনে বিজ্ঞানী পিয়েরে কুরি ও মেরি কুরি রেডিয়াম আবিষ্কার করেন।
১৯১৩ সালের এই দিনে সংবাদপত্র নিউইয়র্ক ওয়ার্ল্ড সর্ব প্রথম শব্দ ধাঁধা প্রকাশ করে।
১৯১৪ সালের এই দিনে সাহিত্যিক নবীনচন্দ্র দাসের মৃত্যু।
১৯১৭ সালের এই দিনে নোবেলজয়ী ১৯৭২ জার্মান ঔপন্যাসিক হাইনরিখ ব্যোলের জন্ম।
১৯১৮ সালের এই দিনে অস্ট্রিয়ার প্রেসিডেন্ট ও জাতিসংঘের মহাসচিব কুর্ট ওয়ার্ল্ডহেইনের জন্ম।
১৯২৮ সালের এই দিনে লেখক অজয় রায়ের জন্ম।
১৯৫২  সালের এই দিনে উপমহাদেশে সাইফুদ্দিন কিসলু প্রথম লেনিন শান্তি পুরস্কার পান।
১৯৫৮ সালের এই দিনে দ্যা গল ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৬০ সালের এই দিনে মার্কিন গণিতবিদ ও বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক এরিক টেম্পল বেল মৃত্যুবরণ করেন ।
১৯৬৪ সালের এই দিনে চীনের প্রধানমন্ত্রী চৌ এনলাই চীনের দ্বিতীয় জাতীয় গণ কংগ্রেসের প্রথম অধিবেশনে চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীর কমিটির পক্ষ থেকে ” চারটি ক্ষেত্রে চীনের আধুনিকায়ন বাস্তবায়নের প্রস্তাব” দাখিল করেন ।
১৯৬৪ সালের এই দিনে ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পি.এল.ও. গঠিত হয়।
১৯৬৯ সালের এই দিনে অ্যাপোলো-৮ উৎক্ষেপণের ফলে মহাশূন্যে প্রথমবারের মতো মানুষের পক্ষে চন্দ্র প্রদক্ষিণ সম্ভব হয়।
১৯৭৯ সালের এই দিনে সোভিয়েত নেতা ও রাষ্ট্রপ্রধান জোসেফ স্তালিনের জন্ম।
১৯৮২ সালের এই দিনে প্রাবন্ধিক, নন্দনতাত্ত্বিক আবু সয়ীদ আইয়ুবের ইন্তেকাল।
১৯৮৮ সালের এই দিনে পাকিস্তানের ইসলামাবাদে সার্ক শীর্ষ সম্মেলন শুরু।
১৯৮৮ সালের এই দিনে স্কটল্যান্ডের লকারবির আকাশে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যাত্রীবাহী বিমান বিস্ফোরিত হবার ঘটনায় ২৭০ জন প্রাণ হারায়।
১৯৯১ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ১১টি প্রজাতন্ত্রের ( ৩টি বল্টিক উপকূলীয় প্রজাতন্ত্র এবং জর্জিয়া প্রজাতন্ত্র ছাড়া সোভিয়েত ইউনিয়নের বাকী ১১টি প্রজাতন্ত্রের ) নেতারা কাজাখস্তানের রাজধানী আলমা’ আটা শহরে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে “আলমা’ আটা ঘোষণা” স্বাক্ষর করেন এবং তাতেই সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে ।
১৯৯১ সালের এই দিনে কলম্বোয় সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত।
১৯৯৩ সালের এই দিনে রাশিয়ায় নতুন সংবিধান প্রবর্তন।

0 comments:

Post a Comment

Social Profiles

Twitter Facebook Google Plus LinkedIn RSS Feed Email Pinterest

Popular Posts

Categories

Powered by Blogger.

My Blog List

tt

Comments System

BTemplates.com

Blogroll

About

Copyright © ইতিহাসের এই দিনে | Powered by Blogger
Design by Lizard Themes | Blogger Theme by Lasantha - PremiumBloggerTemplates.com