Friday, 9 December 2016

ইতিহাসের এই দিনে ১০ ডিসেম্বর

আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস

১১৯৮ সালের এই দিনে আরব আন্দালুসীয় দার্শনিক ইবনে রুশদ মৃত্যুবরণ করেন ।
১৮০৪ সালের এই দিনে বিখ্যাত জার্মান গণিতবিদ কার্ল গুস্তাকের জন্ম।
১৮১৫ সালের এই দিনে কম্পিউটার প্রোগ্রামিং ধারণার একজন প্রবর্তক অ্যাডা লাভল্যাসের জন্ম।
১৮১৭ সালের এই দিনে মিসিসিপি ২০ তম অঙ্গরাজ্য হিসেবে আমেরিকার যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয়।
১৮৩০ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত কবি মিসেস এমিলি ডিকেনসন জন্মগ্রহণ করেন।
১৮৬৮ সালের এই দিনে বিশ্বের প্রথম ট্রাফিক বাতি বসানো হয় লন্ডনের প্যালেস অব ওয়েস্টমিনিস্টারের সামনে। লাল ও সবুজ গ্যাস বাতি ছিল সেগুলো।
১৮৭০ সালের এই দিনে খ্যাতনামা ঐতিহাসিক যদুনাথ সরকারের জন্ম।
১৮৭৮ সালের এই দিনে খিলাফত আন্দোলনের অন্যতম সংগঠক মাওলানা মহম্মদ আলীর জন্ম।
১৮৮৪ সালের এই দিনে মার্ক টোয়েনের বর্ণবাদ বিরোধী উপন্যাস ‘এ্যাডভেঞ্চার অব হাকলবেরী ফিন’ প্রথম প্রকাশিত হয়।
১৮৮৮  সালের এই দিনে ভারত উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম কনিষ্ঠ মুক্তিযোদ্ধা প্রফুল্ল চাকির জন্ম।
১৮৯১ সালের এই দিনে নোবেলজয়ী (১৯৬৬) সুইডিশ নারী কবি ও নাট্যকার নেলি সাকসের জন্ম।
১৮৯৬ সালের এই দিনে সুইডিস বিজ্ঞানী ও নোবেল পুরস্কার প্রবর্তক আলফ্রেড নোবেল মৃত্যুবরণ করেন।
১৮৯৮ সালের এই দিনে স্পেনের কবল থেকে কিউবা স্বাধীনতা লাভ করে।
১৯০১ সালের এই দিনে আলফ্রেড নোবেলের অন্তিম ইচ্ছা অনুযায়ী নোবেল পুরস্কার প্রদান শুরু হয়।
১৯০২ সালের এই দিনে তাসমানিয়ায় (অস্ট্রেলিয়া) নারীরা ভোটাধিকার পায়।
১৯০৩ সালের এই দিনে ব্রিগেডিয়ার থাংনার নেতৃত্বে ইংগো-ভারতীয় যুক্ত বাহিনীর দু হাজারেরও বেশী সৈন্য জারিলা অতিক্রম করে তিববতের বিরুদ্ধে আগ্রাসী দ্বিতীয় যুদ্ধ বাঁধায় ।
১৯০৬ সালের এই দিনে আমেরিকার প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট প্রথম আমেরিকান হিসেবে নোবেল পুরুস্কার পান।
১৯২৫ সালের এই দিনে সংগীত পরিচালক সমর দাসের জন্ম।
১৯৪৮ সালের এই দিনে পিএলএফ-এর (ফিলিস্তিন লিবারেশন ফ্রন্ট) প্রতিষ্ঠাতা মোহাম্দ জাইদান (আবু আব্বাস) জন্মগ্রহণ করেন।
১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্ব মানবাধিকার ঘোষণা দেয় এবং মানুষের ব্যক্তিগত ও সামাজিক অধিকারের বিষয়টি অনুমোদন করে। এই দিন থেকেই বিশ্ব মানবাধিকার দিবস পালন করা শুরু হয় ।
১৯৬৩ সালের এই দিনে জাঞ্জিবার স্বাধীনতা লাভ করে।
১৯৬৮ সালের এই দিনে চীনের বিখ্যাত নাট্যকার থিয়ান হান মারা যান।
১৯৭১ সালের এই দিনে সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন নিখোঁজ হন।
১৯৭১ সালের এই দিনে বীরশ্রেষ্ঠ মোঃ রুহুল আমিন শহীদ হন।
১৯৮২ সালের এই দিনে ইরানের বিশিষ্ট লেখক ও অনুবাদক ডক্টর আলী আসগর সুরূশ ৭৪ বছর বয়সে মারা যান।
১৯৮৮ সালের এই দিনে আর্মেনিয়ায় এক ভয়াবহ ভূমিকম্পে ৪৫ হাজারেরও বেশি মানুষ মারা যায়, ৫ লাখ লোক গৃহহীন হয়।
১৯৮৯ সালের এই দিনে চেকোশ্লাকিভিয়ায় ৪১ বছর পর অকমিউনিস্ট সরকার ক্ষমতায় আসে।
১৯৯৫ সালের এই দিনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম কণ্ঠদাতা আবুল কাসেম সন্দ্বীপের মৃত্যু।
১৯৯৮ সালের এই দিনে চীনের বিখ্যাত পারমাণবিক পদার্থবিদ ওয়াং কানছাং পেইচিংয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
২০০১ সালের এই দিনে সুইডেন ও নরওয়ের রাজধানীতে আলাদা আলাদাভাবে ২০০১ সালের নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২০০৭ সালের এই দিনে ক্রিস্টিনা ফর্নান্দেজ আর্জেন্টিনার প্রথম নির্বাচিত মহিলা প্রেসিডেন্ট হন।

0 comments:

Post a Comment

Social Profiles

Twitter Facebook Google Plus LinkedIn RSS Feed Email Pinterest

Popular Posts

Categories

Powered by Blogger.

My Blog List

tt

Comments System

BTemplates.com

Blogroll

About

Copyright © ইতিহাসের এই দিনে | Powered by Blogger
Design by Lizard Themes | Blogger Theme by Lasantha - PremiumBloggerTemplates.com