Saturday, 10 December 2016

ইতিহাসে ১১ই ডিসেম্বর

আজ আন্তর্জাতিক পাহাড় দিবস

৩৬১ সালের এই দিনে জুলিয়ান এপোসাইট বিভক্ত রোম সাম্রাজ্যের সম্রাট হন, তিনি কন্সন্টান্টিনোপল থেকে তার সাম্রাজ্য পরিচালনা করেন এবং প্যাগান ধর্ম আবার চালু করতে চেষ্টা করেন।
৯৬৯ সালের এই দিনে বাইজেনটাইন সম্রাট দ্বিতীয় নিকেফোরস তার স্ত্রী ও তার প্রেমিকের হাতে খুন হন।
১৬০২ সালের এই দিনে অতর্কিত আক্রমন করে জেনেভাকে ডিউক অব স্যাভয় ও তার শ্যালক ফিলিপ তৃতীয়। কিন্তু তাদের আক্রমন প্রতিহত হয় জেনেভার নাগরিকদের দ্বারা।
১৬১৮ সালের এই দিনে রাশিয়া ও পোল্যান্ড শন্তিচুক্তি করে।
১৬৮৭ সালের এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম মাদ্রাজে পৌরসভা প্রতিষ্ঠার সনদ তৈরির অনুমোদন দেয়।
১৬৮৮ সালের এই দিনে রাজা দ্বিতীয় জেমসকে গ্রেপ্তার করা হয়।
১৭৯২ সালের এই দিনে ফ্রান্সের রাজা ষোড়শ লুইয়ের বিচার শুরু হয়।
১৮১০ সালের এই দিনে উনবিংশ শতাব্দির বিখ্যাত কবি ও লেখক আলফ্রেড দুমুসে প্যারিসে জন্মগ্রহণ করেন।
১৮১৬ সালের এই দিনে ইন্ডিয়ানা ১৯তম রাজ্য হিসেবে আমেরিকার যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয়।
১৮২৩ সালের এই দিনে ইংরেজী শিৰা প্রসারের উদ্দেশ্যে রাজা রামমোহন রায় নিজ ব্যয়ে অ্যাংলো হিন্দু স্কুল স্থাপন করেন।
১৮৪০ সালের এই দিনে জাপানের সম্রাট কোকাকুর মৃত্যু হয়।
১৮৪৩ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীব বিজ্ঞানী রবার্ট কখের জন্ম।
১৮৫১ সালের এই দিনে স্ত্রী শিৰার প্রসার ও সমাজকল্যাণমূলক কাজের জন্য বেথুন সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
১৮৬২ সালের এই দিনে কানাডায় সর্বশেষ ফাঁসি কার্যকর করা হয় আসামি আর্থার লুকাসকে। তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ ছিল।
১৮৯৪ সালের এই দিনে সারে পারিতে প্রথম মটর প্রদর্শনী শুরু হয়।
১৯০১ সালের এই দিনে মার্কোনি প্রথম বেতার সংকেত প্রেরণ করেন।
১৯০৭ সালের এই দিনে নিউজিল্যান্ডের সংসদ ভবন আগুনে ধ্বংস হয়ে যায়।
১৯১১ সালের এই দিনে নোবেলজয়ী মিশরীয় লেখক নগিব মাহফুজ জন্মগ্রহণ করেন।
১৯১৭ সালের এই দিনে ব্রিটিশ জেনারেল অ্যাডমন্ড অ্যালানবি জেরুজালেমে প্রবেশ করেন এবং জেরুজালেমে মার্শাল ল’ ঘোষণা করেন।
১৯১৮ সালের এই দিনে নোবেলজয়ী [১৯৭০] রুশ লেখক আলেকজান্দার সোলঝেৎসিনের জন্ম।
১৯২২ সালের এই দিনে পাকিস্তানী বংশোদ্ভুত অভিনেতা দিলিপ কুমার ওরফে ইউসুফ জন্মগ্রহণ করেন।
১৯২৪ সালের এই দিনে কথাসাহিত্যিক সমরেশ বসুর (কালকূট) জন্ম।
১৯২৭ সালের এই দিনে সোভিয়েত সেনাবাহিনী চীনের গুয়ানজুতে প্রবেশ করে এবং শহরের বেশিরভাগ অংশ দখল করে সোভিয়েত ইউনিয়নের অংশ হিসাবে ঘোষণা দেয়।
১৯২৮ সালের এই দিনে বাংলাদেশের খ্যাতনামা চলচ্চিত্রভিনেতা, সুরকার, গায়ক ও চলচ্চিত্র নির্মাতা খান আতাউর রহমান জন্মগ্রহন করেন।
১৯৩০ সালের এই দিনে ইতালি জাতিসংঘ পরিত্যাগ করে।
১৯৩৫ সালের এই দিনে ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি ও রাজনীতিবিদ প্রণব মুখোপাধ্যায় জন্মগ্রহন করেন।
১৯৩৭ সালের এই দিনে দ্বিতীয় ইতালি-আবেসিনিয়া যুদ্ধ। ইতালির ‘লীগ অব ন্যাশনস’ ত্যাগ।
১৯৪১ সালের এই দিনে জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কারনে জার্মানী ও ইতালি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৪৬ সালের এই দিনে জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়।
১৯৫৪ সালের এই দিনে জ্যাকসন ৫-এর সদস্য ও মাইকেল জ্যাকসনের ভাই জার্মেইন জ্যাকসন জন্মগ্রহণ করেন।
১৯৫৮ সালের এই দিনে আপার ভোল্টা (বর্তমানে বুরকিনা ফাসো) ফ্রান্সের নিকট থেকে স্বায়ত্বশাসন লাভ করে।
১৯৬৪ সালের এই দিনে চে গুয়েভারা জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতা দেন।
১৯৬৯ সালের এই দিনে ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ’র জন্ম।
১৯৭১ সালের এই দিনে প্রখ্যাত সাংবাদিক আ. ন. ম. গোলাম মোস্তফার মৃত্যু।
১৯৭৮ সালের এই দিনে নোবেলজয়ী মার্কিন জীবরসায়নবিদ ভিনসেন্ট ড্যু ভিগনাউডের মৃত্যু।
১৯৮০ সালের এই দিনে সাংবাদিক জহুর হোসেন চৌধুরীর মৃত্যু।
১৯৮১ সালের এই দিনে সালভাদর গৃহ যুদ্ধের সময় এল সালভাদরের সেনাবাহিনী গেরিলা বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় গেরিলা সন্দেহে প্রায় ৯০০ সাধারণ নাগরিককে হত্যা করে।
১৯৮২ সালের এই দিনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রসায়নবিদ ড. প্রিয়দারঞ্জন রায়ের মৃত্যু।
১৯৯১ সালের এই দিনে ইসির রাষ্ট্রপ্রধানরা রাজনৈতিক ইউনিয়ন গঠনের চুক্তিতে উপনীত হয়।
১৯৯৪ সালের এই দিনে প্রথম চেচনিয়া যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন সেনাবাহিনীকে চেচনিয়ায় প্রবেশের আদেশ দেন।
১৯৯৭ সালের এই দিনে থেকে বিশ্বের দেশগুলো পরিবেশ সংরক্ষণ বিষয়ক কিয়োটো চুক্তিতে স্বাক্ষর শুরু করে।
২০০১ সালের এই দিনে চীন আনুষ্ঠানিকভাবে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে। ১৫ বছর ব্যাপী আলোচনা প্রক্রিয়ার পর চীনকে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য করা হয়।

0 comments:

Post a Comment

Social Profiles

Twitter Facebook Google Plus LinkedIn RSS Feed Email Pinterest

Popular Posts

Categories

Powered by Blogger.

My Blog List

tt

Comments System

BTemplates.com

Blogroll

About

Copyright © ইতিহাসের এই দিনে | Powered by Blogger
Design by Lizard Themes | Blogger Theme by Lasantha - PremiumBloggerTemplates.com