Sunday, 28 January 2018

ইতিহাসের এই দিনে ২৮ শে জানুয়ারি

৮১৪ সালের এই দিনে ইউরোপের ইতিহাসখ্যাত সম্রাট শার্লিমেন মৃত্যুবরণ করেন।
১৫৪৭ সালের এই দিনে ইংল্যান্ডের রাজা ৮ম হেনরী মৃত্যুবরণ করেন
১৫৫৬ সালের এই দিনে মোঘল সম্রাট হুমায়ুন পরলোকগমন করেন।
১৭৮২ সালের এই দিনে ব্রিটিশবিরোধী আন্দোলনের শহীদ তিতুমীর (মীর নিসার আলী) জন্মগ্রহণ করেন।
১৮৩১ সালের এই দিনে ঈশ্বরগুপ্তের সম্পাদনায় প্রথম বাংলা সাপ্তাহিক ‘সংবাদ প্রভাকর’ প্রকাশিত হয়।
১৮৬৫ সালের এই দিনে ভারতের বিপ্লবী লালা লাজপত রায় জন্মগ্রহণ করেন।
১৮৭১ সালে জার্মান বাহিনীর কাছে প্যারি আত্মসমর্পণ করে।
১৮৮২ সালে কলকাতা-বোম্বাই দূরালাপনি চালু হয়।
১৮৮২ সালের এই দিনে মরক্কোর বিখ্যাত রীফ নেতা আবদুল করিম আল খাত্তাবি জন্মগ্রহণ করেন।
১৯০৯ সালের এই দিনে স্প্যানিশ-আমেরিকান যুদ্ধের পর প্রথম আমেরিকার সেনারা কিউবা ত্যাগ করে। শুধু গুয়ান্তানামো বে নৌঘাঁটি তাদের দখলে রাখে।
১৯১৫ সালের এই দিনে কংগ্রেসে আইন পাসের মাধ্যমে মার্কিন যুক্তরাস্ট্রের কোস্টগার্ড বাহিনী গঠন করা হয়।
১৯৩২ সালের এই দিনে জাপানী সৈন্যরা সাংহাই দখল করে।
১৯৩৯ সালের এই দিনে নোবেল বিজয়ী আইরিশ কবি ও নাট্যকার উইলিয়াম বাটলার ইয়েটস মৃত্যুবরণ করেন।
১৯৪৫ সালের এই দিনে তৎকালীন বার্মা অর্থাৎ বর্তমানের মিয়ানমারের লাশিও থেকে দক্ষিণ পশ্চিম চীনের কুমিং পর্যন্ত বিস্তৃত বার্মা রোড আবার উন্মুক্ত করে দেয়া হয়।
১৯৭৯ সালের এই দিনে স্বাধীনতা সংগ্রামী ও সমাজকর্মী ক্ষিতীশচন্দ্র দাসগুপ্ত পরলোকগমন করেন।
১৯৮৪ সালের এই দিনে ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা অন্যতম নেতা আব্দুল রেজ্জাক খান ইন্তেকাল করেন।
মার্কিন নভোখেয়াযান চ্যালেঞ্জার 
১৯৮৬ সালের এই দিনে মার্কিন নভোখেয়াযান চ্যালেঞ্জার বিধ্বস্ত হলে সাত জন ক্রুর সবাই মৃত্যুবরণ করেন।
২০১০ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী পাঁচজনের ফাঁসি কার্যকর করা হয়।

0 comments:

Post a Comment

Social Profiles

Twitter Facebook Google Plus LinkedIn RSS Feed Email Pinterest

Popular Posts

Categories

Powered by Blogger.

My Blog List

tt

Comments System

BTemplates.com

Blogroll

About

Copyright © ইতিহাসের এই দিনে | Powered by Blogger
Design by Lizard Themes | Blogger Theme by Lasantha - PremiumBloggerTemplates.com