Monday, 29 January 2018

ইতিহাসের এই দিনে ৩০ শে জানুয়ারি

১৬৪১ সালের এই দিনে মালাবির মালাক্কা ছেড়ে দিতে ডাচদের কাছে পর্তুগিজদের আত্মসমর্পণ ।
১৬৪৮ সালের এই দিনে মুয়েন্সতারে স্পেন ও নেদারল্যান্ডসের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর ।
১৬৪৯ সালের এই দিনে কমনওলেথ অব ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয়।
১৬৪৯ সালের এই দিনে ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসের শিরোচ্ছেদ।
১৭৮৮ সালের এই দিনে রোমে ব্রিটিশ রাজত্বের তরুণ উত্তরাধিকারী চার্লস এডওয়ার্ড স্টুয়ার্নের মত্যুবরণ।
১৮৪০ সালের এই দিনে চীনের সম্রাট ব্রিটেনের সাথে সব ধরনের বাণিজ্য নিষিদ্ধ ঘোষণা করেন।
১৮৮২ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম রাষ্ট্রপতি ফ্রাংক্‌লিন ডেলানো রুজ্‌ভেল্ট এর জন্ম।
১৮৮৯ সালের এই দিনে ভিয়েনার যুবরাজ রুডলফ ও তার ১৮ বছরের প্রেয়সীর আত্মহত্যা।
১৯০২ সালের এই দিনে চীন ও কোরিয়ার স্বাধীনতার জন্য জাপানের সাথে ব্রিটেনের চুক্তি স্বাক্ষর।
১৯১৭ সালের এই দিনে কথাশিল্পী নরেন্দ্রনাথ মিত্রের জন্ম।
১৯৩৩ সালের এই দিনে হিটলার জার্মানির চ্যান্সেলর হন এবং জার্মানিতে ফ্যাসিবাদী একনায়কতন্ত্রের উত্থান ঘটে।
১৯৪৮ সালের এই দিনে ভারতের স্বাধীনতার প্রতিষ্ঠাতা ও জাতীয় নেতা মোহন দাশ করমচাঁদ গান্ধী (মহাত্মা গান্ধী) এক গোড়া হিন্দুর হাতে নিহত হন।
মোহন দাশ করমচাঁদ গান্ধী (মহাত্মা গান্ধী) এক গোড়া হিন্দুর হাতে নিহত হন
১৯৬৪ সালের এই দিনে র‌্যাঞ্জার প্রোগ্রামের অংশ হিসেবে র‌্যাঞ্জার ৬ উৎক্ষেপণ।
১৯৬৪ সালের এই দিনে দ: ভিয়েতনামের জেনারেল নগুয়েন খানের সাইগনে সেনা অভ্যুনত্থানের মাধ্যমে ক্ষমতা দখল।
১৯৭২ সালের এই দিনে সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হান নিরুদ্দেশ হন।
সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হান নিরুদ্দেশ হন
১৯৭২ সালের এই দিনে পাকিস্তানের ব্রিটিশ কমনওয়েলথ ত্যাগ।
১৯৭২ সালের এই দিনে ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের সম্মিলিত গেরিলা বাহিনীর অস্ত্র সমর্পণ।
১৯৭৫ সালের এই দিনে শিশু সাহিত্যিক মোহাম্মদ নাসির আলীর মৃত্যু।
১৯৮০ সালের এই দিনে ভেনিজুয়েলীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা উইল্মার ভালদারামা এর জন্ম।
১৯৮২ সালের এই দিনে ৪০০ লাইন দীর্ঘ ১ম কম্পিউটার ভাইরাস কোড এল্ক ক্লোনার লিখেন রিচার্ড স্ক্রেন্টা। এটি এ্যাপল কম্পিউটারের বুট প্রোগ্রাম ধ্বংস করে দেয়।
১৯৮৯ সালের এই দিনে আফগানিস্তানের কাবুলে আমেরিকার দূতাবাস বন্ধের ঘোষণা।
১৯৯০ সালের এই দিনে চেকোশ্লোভাকিয়ার পার্লামেন্টে ৪ দশক পর কমিউনিস্ট পার্টি তাদের সংখ্যাগরিষ্ঠতা হারায়।
১৯৯৪ সালের এই দিনে পিটার লেকো সর্বকনিষ্ঠ গ্রাণ্ডমাস্টারের মর্যাদা পান।
২০০০ সালের এই দিনে আইভোরী কোস্টের উপকূলে আটলান্টিক মহাসাগরে কেনিয়া এয়ারওয়েজের ফ্লাইট ৪৩১ বিধ্বস্ত হয়ে ১৬৯ জনের মৃত্যুবরণ।

0 comments:

Post a Comment

Social Profiles

Twitter Facebook Google Plus LinkedIn RSS Feed Email Pinterest

Popular Posts

Categories

Powered by Blogger.

My Blog List

tt

Comments System

BTemplates.com

Blogroll

About

Copyright © ইতিহাসের এই দিনে | Powered by Blogger
Design by Lizard Themes | Blogger Theme by Lasantha - PremiumBloggerTemplates.com