Sunday, 28 January 2018

ইতিহাসের এই দিনে ২৯ শে জানুয়ারি

১৫২৮ সালের এই দিনে মোগল সম্রাট বাবরের চান্দেরি দুর্গ দখল।
১৫৯৫ সালের এই দিনে শেকসপিয়ারের 'রোমিও ও জুলিয়েট' প্রথম মঞ্চস্থ হয় বলে ধারণা করা হয়।
১৬১৩ সালের এই দিনে গ্যালিলিও প্রথম নেপচুন গ্রহ অবলোকন করেন।
এই দিনে গ্যালিলিও প্রথম নেপচুন গ্রহ অবলোকন করেন

১৬৭৬ সালের এই দিনে রাশিয়ার জার প্রথম অ্যালেক্সিস মৃত্যুবরণ করেন।
১৬৭৬ সালের এই দিনে দ্বিতীয় ফিওদর রাশিয়ার জার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
১৭৮০ সালের এই দিনে জেমস আগাস্টাস হিকির সম্পাদনায় প্রথম ভারতীয় ইংরেজী সাপ্তাহিক ‘বেঙ্গল গেজেট’ আত্মপ্রকাশ করে।
১৮২০ সালের এই দিনে ইংল্যান্ডের রাজা তৃতীয় জর্জ মৃত্যুবরণ করেন।
১৮২০ সালের এই দিনে সম্রাট চতুর্থ জর্জের ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ।
১৮৪৩ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫তম রাষ্ট্রপতি উইলিয়াম ম্যাকিন্‌লি জন্মগ্রহন করেন ।
১৮৪৫ সালের এই দিনে এডগার পো-র 'র‌্যাভেন' প্রথম প্রকাশিত হয়।
১৮৪৮ সালের এই দিনে সিসিলিতে নতুন সংবিধান গৃহীত হয়।
১৮৬০ সালের এই দিনে রুশ লেখক ও নাট্যকার আন্তন চেখভ-এর জন্ম।
১৮৬১ সালের এই দিনে ক্যানসাস আমেরিকার অঙ্গরাজ্য হিসেবে চিহ্নিত।
১৮৬৬ সালের এই দিনে নোবেল বিজয়ী ফরাসী সাহিত্যিক রমাঁ রোঁলা জন্মগ্রহণ করেন।
১৮৯০ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষক ড. সুশীল কুমার দে জন্মগ্রহন করেন
১৯১৬ সালের এই দিনে প্যারিসে প্রথম জার্মানরা জেপেলিন থেকে বোমাবর্ষণ করে।
১৯১৯ সালের এই দিনে ব্রিটিশ ভারতে ‘সন্ত্রাসমূলক বৈপ্লবিক অপরাধ আইন’ নামে দমননীতি চালু হয়।
১৯২৬ সালের এই দিনে নোবেল জয়ী পদার্থবিদ আবদুস সালাম জন্মগ্রহণ করেন।
১৯৩৭ সালের এই দিনে কবি আলেকজান্ডার পুশকিনের মৃত্যু।
১৯৬৩ সালের এই দিনে মার্কিন কবি রবার্ট ফ্রস্ট মৃত্যুবরণ করেন।
১৯৭৬ সালের এই দিনে অচিন্ত্যকুমার সেনগুপ্ত পরলোকগমন করেন।
১৯৮৯ সালের এই দিনে হাঙ্গেরি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে দক্ষিণ কোরিয়ার সঙ্গে।
১৯৯২ সালের এই দিনে ভারত-ইসরাইল কূটনৈতিক সম্পর্ক স্থাপন।
১৯৯৬ সালের এই দিনে ভেনিস অপেরা হাউস লা-ফেনিস আগুনে পুড়ে ধ্বংসপ্রাপ্ত হয়।
১৯৯৬ সালের এই দিনে ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশত কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায়।
২০০১ সালের এই দিনে ইন্দোনেশিয়ায় হাজার হাজার ছাত্র বিক্ষোভ করে প্রেসিডেন্ট আবদুর রহমান ওয়াহিদের পদত্যাগের দাবিতে ।
২০১১ সালের এই দিনে অপশক্তির বিরুদ্ধে অকুতোভয় কলম যোদ্ধা সাংবাদিক পথিক সাহা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে।

0 comments:

Post a Comment

Social Profiles

Twitter Facebook Google Plus LinkedIn RSS Feed Email Pinterest

Popular Posts

Categories

Powered by Blogger.

My Blog List

tt

Comments System

BTemplates.com

Blogroll

About

Copyright © ইতিহাসের এই দিনে | Powered by Blogger
Design by Lizard Themes | Blogger Theme by Lasantha - PremiumBloggerTemplates.com